আবারও মুখোমুখি মেসি-রোনালদো, আল-নাসেরের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি
একজন সৌদি আরবে, আরেকজন যুক্তরাষ্ট্রে। আপাতদৃষ্টিতে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আদতে নেই।
কিন্তু ফুটবল দেবতা চাইলে আর ঠেকায় কে! দুজন বিশ্বের দুই প্রান্তে থেকেও তাই আবারও মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ফুটবলে বহু মনে রাখার মতো দ্বৈরথ উপহার দেওয়া দুই মহাতারকা এবার লড়বেন ইন্টার মায়ামি ও আল-নাসেরের জার্সি গায়ে।
সামনের বছরের শুরুতে রোনালদোর আল-নাসেরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মেসির ইন্টার মায়ামি। দুটি ম্যাচই হবে সৌদি আরবে। রিয়াদ সিজন কাপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
এই টুর্নামেন্টে খেলবে তিনটি দল। অপর দলটি হলো আল-হিলাল। নেইমার চোটে পড়ে মাঠের বাইরে না থাকলে মহাতারকা ত্রৈয়ীর লড়াই উপভোগ করতে পারতেন ফুটবল ভক্তরা।
২৯ জানুয়ারি আল-হিলালের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এরপর ১ ফেব্রুয়ারি রোনালদোর আল-নাসেরের মুখোমুখি হবে মেসির দল।