কামিন্স তোপে শেষ পাকিস্তান, অজিদের সিরিজ জয়
মাত্র ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজি নিজেদের করে নিয়েছে অজিরা। জয়ের আশা জাগিয়ে সমতার ফেরার স্বপ্ন দেখা পাকিস্তান হেরেছে ৭৯ রানের ব্যবধানে।
সিরিজ জয়ের ম্যাচে অজিদের নায়ক তাদের অধিনায়ক প্যাট কামিন্স। দুই ইনিংসেই পাঁচটি করে ম্যাচে মোট দশটি উইকেট নিয়েছেন এই পেসার। বক্সিং ডে টেস্ট একদিন আগেই জিতে নিলো অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। যদিও এক পর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল শান মাসুদের দল। কিন্তু ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর খুব দ্রুতই শেষ হয় পাকিস্তানের ইনিংস। শান মাসুদ করেছেন ৬০ রান, আঘা সালমানের ব্যাট থেকে আসে ৫০ রান। অজিদের হয়ে প্যাট কামিন্স ৪৯ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন, বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৫৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩১৮ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৬৪ রানে। ৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬২ তে অলআউট হয় অজিরা। পাকিস্তানের দুই পেসার মির হামজা ও শাহিন আফ্রিদি মিলেই নেন দশ উইকেট। হামজা ৩২ রান দিয়ে ছয়টি ও শাহিন ৭৬ রান দিয়ে নেন চার উইকেট।
অপরদিকে পাকিস্তানের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট শিকার করে ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে পাকিস্তানকে ধবল্ধোলাই করাই, অপরদিকে নিজেদের সম্মান বাঁচাতে খেলবে পাকিস্তান।