বিব্রতকর রেকর্ড গড়লেন দুই পাকিস্তানি ওপেনার
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে যা আগে কখনও ঘটেনি, সেটিই হলো আজ। ইতিহাস গড়েছেন দুই পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। তবে যে রেকর্ড তাড়া গড়েছেন তা মোটেও গর্ব করার মতো কিছু নয়।
বিব্রতকর এক রেকর্ডই গড়েছেন দুই পাকিস্তানি ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে শফিক ও সাইম আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
টেস্ট ক্রিকেটে এমন নজির আছে আরও অনেক, তাহলে শফিক আর সেলিমের আউট হওয়ার বিশেষত্ব কী? সেটি হলো, এর আগে বছরের প্রথম টেস্টে কখনও দুই ওপেনার একসঙ্গে কোনো রান না করে আউট হননি।
শফিক দুই বলে কোনো রান না করেই ফিরেছেন মিচেল স্টার্কের শিকার হয়ে, সাইমও দুই বলে শুন্য রানে ফিরেছেন হ্যাজলউডকে উইকেট দিয়ে।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর এটি পাকিস্তানের প্রথম। সেবার পার্থ টেস্টে পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান শূন্য রানেই ফেরেন সাজঘরে।