রেকর্ড গড়ে পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপ জেতালেন এমবাপ্পে
আর ছয় মাস পরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এমনকি এখন চলা জানুয়ারির দলবদলে চাইলে নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে রাখতে পারবেন তিনি। তবে পিএসজিও তাকে ছাড়তে নারাজ।
মাঠের বাইরে নাটক চললেও মাঠে যে এমবাপ্পে একজন আপাদমস্তক পেশাদার, তা আরেকবার প্রমাণ করলেন তিনি। পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা তো জিতিয়েছেনই, সঙ্গে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ফরাসি তারকা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তুলুজকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ১২ তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। যা গত ১০ বছরে তাদের নবম। প্রথম গোলটি করেছেন লি ক্যাং, আর দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি একটি রেকর্ড গড়েছেন এমবাপ্পে।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে এখন সর্বোচ্চ গোল তারই, ১১১ টি গোল করে ফরাসি ফরোয়ার্ড পেছনে ফেলেছেন এডিনসন কাভানির ১১০ গোলের রেকর্ড। এমবাপ্পে যদি এই মৌসুম শেষেও পিএসজিতেই থাকেন, তাহলে এই সংখ্যা বাড়বে তা নিশ্চিত।