হচ্ছে না আরেকটি মেসি-রোনালদো দ্বৈরথ
আবারও মেসি-রোনালদোর লড়াই দেখা যাবে, এমন অপেক্ষায় ছিল গোটা ফুটবল দুনিয়া। কিন্তু ফুটবল ভক্তদের এই অপেক্ষা আপাতত ফুরাচ্ছে না, মাঠের লড়াইয়ে দেখা হচ্ছে না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দুই খেলোয়াড়ের। পেশির চোট থেকে পুরোপুরি সের উঠতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে আল-নাসেরের হয়ে খেলা হচ্ছে না পর্তুগিজ এই তারকার।
দুজনই লা লিগার ক্লাবে খেলায় আগে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ মিলতো ভক্ত-সমর্থকদের। রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মাঠের লড়াইয়ে মেসির সঙ্গে তার দেখা হওয়ার পরিমাণ কমে যায়। তবু চ্যাম্পিয়ন্স লিগের কল্যাণে মেসি-রোনালদো ম্যাচ দেখার সম্ভাবনা থাকতো। কিন্তু দুজনই ইউরোপের ফুটবল ছেড়ে যাওয়ায় সেই সম্ভাবনাও এখন নেই।
প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের সুবাদে দুই মহাতারকার দেখা হওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও আল-নাসের। কিন্তু চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রোনালদো। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আল-নাসেরের কোচ লুইস কাস্ত্রো।
রোনালদোর চোট, পুনর্বাসন প্রক্রিয়া ও তার না খেলার ব্যাপারে পর্তুগিজ এই কোচ বলেছেন, 'আমরা (মেসি বনাম রোনালদোর লড়াই) দেখতে পাব না। রোনালদো এখন পুনর্বাসনের চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে। এই ম্যাচে সে থাকছে না।'
শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-রোনালদো, এমনই ধারণা করা হচ্ছিল। যদিও এই ম্যাচে রোনালদোর খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। লম্বা সময় ধরেই চোটে ভুগছেন রোনালদো। মূলত তার কারণেই কিছুদিন আগে চীন সফরে দুটি ম্যাচ স্থগিত করে সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসের।
মেসি-রোনালদোর সর্বশেষ দেখা হয় গত বছরের জানুয়ারিতে। রিয়াদ সিজন কাপে মুখোমুখি হয় আল-নাসের ও মেসির সর্বশেষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সৌদি আরবে অনুষ্ঠিত সেই ম্যাচে আল-নাসেরকে ৫-৪ গোলে হারায় পিএসজি। এবার মায়ামির হয়ে সৌদি আরব গেছেন মেসি। ইতোমধ্যে একটি ম্যাচও খেলেছে মায়ামি, যে ম্যাচে নেইমারের দল আল হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে মেজর সকার লিগের ক্লাবটি।