চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলোর প্রথম লেগ জিতল রিয়াল ও সিটি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। দুই দলই প্রতিপক্ষের মাঠে জেতায় শেষ আট এক প্রকার নিশ্চিত করেই ফেলেছে। ঘরের মাঠে হার এড়ালেই কোয়ার্টার-ফাইনালের টিকেট পাবে সিটি ও রিয়াল।
ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে তাদের ঘরেই গুঁড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অপরদিকে জার্মান ক্লাব লাইপজিগকে তাদের মাঠে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
কোপেনহেগেনের মাঠে ম্যাচের ১০ মিনিটেই কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় সিটি। ৩৪ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ম্যাগনাস ম্যাটসন। তবে বিরতির আগেই বার্নার্দো সিলভার গোলে আবারও এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এরপর ম্যাচের যোগ করা সময়ে ফর্মে থাকা ফিল ফোডেনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে সিটি। কোনো অঘটন না ঘটলে সিটির শেষ আটে যাওয়া নিশ্চিতই বলা চলে।
অন্যদিকে জার্মান ক্লাব লাইপজিগকে তাদের মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৮ মিনিটে কার্লো আনচেলত্তির দলকে জেতানো একমাত্র গোলটি করেছেন ব্রাহিম দিয়াজ। চোটের কারণে রিয়ালের হয়ে খেলেননি ইংলিশ তারকা জুড বেলিংহাম। তবে তাতে লস ব্লাঙ্কোসদের জিততে কোনো সমস্যা হয়নি।
আজ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পেরা খেলবেন এবারের চমক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অপরদিকে ইতালিয়ান দল ল্যাজিওর মাঠে খেলতে যাচ্ছেন হ্যারি কেইন-টমাস মুলাররা।