‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
অর্থের ঝনঝনানি কিংবা জনপ্রিয়তা; যেকোনো দিক থেকে দেশের সেরা ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। টি-টোয়েন্টি এই আসরটির জন্য প্রায় সব পর্যায়ের স্থানীয় ক্রিকেটারই অপেক্ষায় থাকেন। আসরটি দিয়ে মোটা অঙ্কের একটা অর্থের যোগান হয় তাদের। যেমন অর্থের দিক থেকে মুশফিকুর রহিমের কাছে বিপিএল মহাগুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট না থাকলে ক্রিকেটারদের সংসার চালানোই কষ্ট হয়ে যাবে বলে মনে করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সম্প্রতি এক সাক্ষাৎকারের বিপিএলের চরম সমালোচনা করেন চান্দিকা হাথুরুসিংহে। জাতীয় দলের প্রধান কোচ জানান, বিপিএল বাংলাদেশের টি-টোয়েন্টি উন্নতিতে কোনো কাজেই আসছে না। বিপিএলের খেলা চালাকালীন মাঝেমধ্যে তিনি টিভিও বন্ধ করে দেন। কোচের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে দেশের ক্রিকেটে বিপিএলের গুরুত্ব তুলে ধরেন মুশফিক। জানান, হাথুরুসিংহের সঙ্গে মোটেও একমত নন তিনি।
বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে ওঠে ফরচুন বরিশাল। জয়ের পথে কাণ্ডারীর ভূমিকায় ছিলেন মুশফিক। ম্যাচসেরার পুরস্কার জেতা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান খেলেন ৩৮ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। ফাইনালে ওঠার উচ্ছ্বাস নিয়ে সংবাদ সম্মেলনে আসা মুশফিক অনেক প্রশ্নেরই উত্তর দেন, উঠে আসে বিপিএল নিয়ে কোচে করার মন্তব্যের বিষয়টি।
হাথুরুসিংহের মন্তব্যে নিজের ভাবনা জানাতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে বিপিএলের প্রয়োজনীয়তার গুরুত্ব উল্লেখ করেন মুশফিক। তিনি বলেন, 'সবকিছুর আগে, বিপিএল না হলে, সত্যি কথা, আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার পুরো মোদ্দা কথা।'
'বিপিএলে যে পারিশ্রমিক একজন ক্রিকেটার পায়, এটা নিয়েই… জাতীয় দলে কেউ যদি দুই-তিন বছর খেলে এবং সর্বোচ্চ পর্যায়ের পারিশ্রমিক হয়, তাহলে হয়তো (ওই পরিমাণ) আয় করতে পারবে। এটা স্বাভাবিক। তো এটার মান এতো খারাপ হবে, এটা কোন দিক দিয়ে আপনি মনে করেন…! কোনো ক্রিকেটারই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রিত থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখবে।' যোগ করেন তিনি।
বিপিএলের মান নিয়ে হাথুরুসিংহের সঙ্গে দ্বিমতের কথা জানান মুশফিক। তার ভাষায়, 'এটার মান যদি বলুন, অবশ্যই অনেক উঁচু। হ্যাঁ, এটা বলতে পারেন যে, অনেক সময় ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে, যেকোনো কারণে রান করাটা কঠিন হয়ে যায়। তবে এই বছর আগের চেয়ে অনেক ভালো ছিল পিচ। এ জন্য খেলার মানও অনেক বেড়েছে আগের তুলনায়। যারা বলছে (মান খারাপ), তারা কোন মর্মে বলেছেন, তাদেরই জিজ্ঞেস করবেন। তবে আমার কাছে জানতে চাইলে বিপিএলের মান বলুন, সবকিছু উন্নত হচ্ছে।'