এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা ‘কিছুদিনের’ মধ্যেই
সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ১৫তম ইউরোপ সেরার ট্রফি তুলে ধরেছে লস ব্লাঙ্কোসরা। এর আগে লা লিগাও জিতেছে কার্লো আনচেলত্তির দল।
সবমিলিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের সময়টা এখন দুর্দান্তই কাটছে। সেখানে আরও একটি সুখবর পেতে যাচ্ছেন লস ব্লাঙ্কোস সমর্থকরা। কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
পিএসজি ছেড়ে এমবাপ্পে এখন ক্লাব ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তবে গত ফেব্রুয়ারিতেই ঠিক হয়ে গেছে যে ফরাসি তারকা রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন। বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালের সঙ্গে চুক্তিটা বেশ আগেই সেরেছেন এমবাপ্পে। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
সেই ঘোষণাও চলে আসতে পারে সামনের সপ্তাহের মধ্যেই। এমবাপ্পের মা ফায়জা লামারি তো সেটি একপ্রকার বলেই দিয়েছেন, 'ও সেখানেই যাচ্ছে যেখানে সবাই জানে যে ও যাবে।' এই চুক্তিটি হতে পারে ছয় থেকে সাত বছরের।
এর আগে এমবাপ্পের জন্য রিয়ালের দেওয়া ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান করেছিল পিএসজি। তাদের আশা ছিল, ফরাসি তারকা চুক্তির মেয়াদ বাড়িয়ে থেকে যাবেন। কিন্তু সেটি আর না হওয়ায় এখন এমবাপ্পের জন্য কোনো টাকাই পাচ্ছে না পিএসজি। মুক্ত খেলোয়াড় হিসেবে রিয়ালে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী এমবাপ্পে।