এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের
সব জানাই ছিল, কেবল বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা আসা। সেটিও চলে এসেছে। কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের।
আজ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট গুলোতে এমবাপ্পেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ইতিহাসের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুইদিনের মধ্যে সমর্থকদের আরও একটি দুর্দান্ত উপহার দিল লস ব্লাঙ্কোসরা।
পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটি আজ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির খবর জানিয়েছে। বিবৃতিতে রিয়াল বলেছে, 'আগামী পাঁচ মৌসুমের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।'
২৫ বছর বয়সী ফরাসি এই তারকা চলতি বছরের ফেব্রুয়ারিতে রিয়ালে যোগ দিতে মৌখিকভাবে সম্মত হন। এরপর গত মাসে এমবাপ্পে জানান, মৌসুম শেষে পিএসজি ছাড়বেন তিনি। গত শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৫তম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানাল রিয়াল।
ফ্রান্সের হয়ে এমবাপ্পে ইউরোর প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামার আগেই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করল রিয়াল। সামনের অন্তত পাঁচ মৌসুম রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে।