রিয়ালে যোগ দিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে যা বললেন
অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের স্বপ্নের ক্লাবের হয়ে সামনের মৌসুম থেকে মাঠ দাপিয়ে বেড়াবেন, এই উচ্ছ্বাসের কথা নিজেই জানিয়েছেন ফরাসি উইঙ্গার। পাঁচ বছরের চুক্তিতে লস ব্লাঙ্কোসদের দলে নাম লিখিয়েছেন এমবাপ্পে।
এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, এমন গুঞ্জন শোনা যেতো গত সাত বছরের যে কোনো দলবদলের সময় এলেই। কিন্তু হবে হবে করে আর সেটি হয়ে ওঠেনি। অবশেষে সেই গুঞ্জন গুলো রূপ নিয়েছে বাস্তবতায়। এমবাপ্পে এখন কেবলই রিয়ালের সাদা জার্সির।
লস ব্লাঙ্কোসদের দলে যোগ দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'স্বপ্ন সত্যি হলো। নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। কাউকে বোঝানো সম্ভব নয় এই মুহুর্তে আমি কতোটা খুশি।'
রিয়ালের সাদা জার্সি গায়ে জড়াতেও যে আর তর সইছে না, সেটিও লিখেছেন এমবাপ্পে, 'আমার আর তর সইছে না সবাইকে দেখার জন্য। মাদ্রিদিস্তাদের ধন্যবাদ তাদের সমর্থনের জন্য। হালা মাদ্রিদ।'
পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে মুক্ত খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির হয়ে সাত বছরে সবকিছু জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। সেটি জেতার জন্য রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো জায়গা আর হতোও না এমবাপ্পের জন্য। ব্যালন ডি'অর জেতার স্বপ্ন পূরণেও যা সাহায্য করবে তাকে।