লিস্ক-বেরিংটনে স্কটল্যান্ডের দারুণ জয়
বড় সংগ্রহ গড়তে না পারলেও স্কটল্যান্ডকে পরীক্ষাতেই ফেলে দিয়েছিল প্রথম ম্যাচে জয় পাওয়া নামিবিয়া। একটা সময়ে মনে হচ্ছিল মাঝারি সংগ্রহ গড়ে নিয়ন্ত্রিত বোলিংয় করে যাওয়া নামিবিয়াই শেষ হাসি হাসতে যাচ্ছে। উইকেট হারানোর পাশাপাশি বল-রানের ব্যবধানে স্কটিশরা তখন বিপাকে। তখনই কাণ্ডারী হয়ে দেখা দিলেন অধিনায়ক রিচি বেরিংটন ও ম্যাচসেরা মাইকেল লিস্ক। দাপুটে ব্যাটিংয়ে মুহূর্তেই ব্যবধান কমিয়ে স্কটল্যান্ডকে দারুণ এক জয় এনে দিলেন তারা।
বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্কটিশদের, বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার দিন নামিবিয়ার বিপক্ষেও নিজেদের রেকর্ড বদলালো তারা। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড, আগের তিন লড়াইয়েই হার সঙ্গী হয় তাদের।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক জেরহার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরির সঙ্গে নিকোলাস ডেভিন ও জেন গ্রিনের ২০ ছাড়নো ইনিংসে ৯৯ উইকেটে ১৫৫ রান তোলে নামিবিয়া। জবাবে অগোছালো শুরুর পর চাপ বাড়লেও বেরিংটন ও লিস্কের ব্যাটে সহজেই জিতে যায় স্কটল্যান্ড। বল-রানের ব্যবধানে বিপাকে পড়ে যাওয়া দলটিই শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে জেতে।
লক্ষ্য তাড়ায় ২৩ রানে প্রথম উইকেট হারানো স্কটল্যান্ড দ্বিতীয় উইকেটে চাপ সামলে নিলেও হঠাৎ-ই দিক হারায়। ২৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। দ্রুত উইকেট পতনে রান তোলার গতি কমে যায়, জয়ের পথ হতে থাকে কঠিন। কিন্তু পঞ্চম উইকেটে জুটি বাধা বেরিংটন ও লিস্ক অসাধারণ ব্যাটিংয়ে ৪২ বলে ৭৪ রান যোগ করেন।
এই জুটিতেই জয়ের একেবারে কাছে পৌঁছে যায় স্কটল্যান্ড। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া লিস্ক ১৭ বলে ৪টি ছক্কায় ৩৫ রান করে আউট হওয়ার পর ক্রিস গ্রিভসকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন বেরিংটন। স্কটিশ অধিনায়ক ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। নামিবিয়ার অধিনায়ক এরাসমাস ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান রুবেন ট্রাম্পেলমান, তানজেনি লুঙ্গামেনি ও বার্নার্ড স্কলটস।
এর আগে ব্যাটিং করা নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এরাসমাস, ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন তিনি। এ ছাড়া ডেভিন ২০, গ্রিন ২৮, ফ্রাইলিঙ্ক ১২, ডেভিড ভিসা ১৪ ও জেজে স্মিট ১১ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যাড হোয়েল ৩টি উইকেট নেন। ব্র্যাড কারি পান ২টি উইকেট। একটি করে উইকেট শিকার করেন ক্রিস সোল, ক্রিস গ্রিভস ও লিস্ক।