রিশাদের জোড়া আঘাতে ফিরলো স্বস্তি
৩ উইকেট হারানোর চাপ সামলে দারুণ জুটি গড়েছিলেন সাইব্র্যান্ড এঙ্গেলবেখট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাদের ব্যাটে ঠিক পথেই থাকে নেদারল্যান্ডস। এই জুটি ভাঙাসহ একই ওভারে আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরালেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এঙ্গেলব্রেখট-এডওয়ার্ডস ৩১ বলে ৪২ রানের জুটি গড়েন। ২২ বলে ৩৩ রান করা এঙ্গেলব্রেখটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ। এই ওভারের শেষ বলে তার শিকার বাস ডে লেডে। দারুণ এক স্টাম্পিংয়ে ডে লেডেক সাজঘর দেখিয়ে দেন লিটন কুমার দাস। ১৫ ওভার শেষে ৫ উইকেটে ডাচদের সংগ্রহ ১১১ রান।
তাসকিনের পর তানজিমের আঘাত
বাংলাদেশের দেওয়া উইকেট না হারিয়ে একটু ধীর-স্থির গতিতে এগোচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু তাদেরকে স্বস্তি থাকতে দেননি তাসকিন আহমেদ। পঞ্চম ওভারে আঘাত হানেন ডানহাতি এই পেসার, ফিরিয়ে দেন ১৬ বলে ১৮ রান করা মাইকেল লেভিটকে।
এবার তোপ দাগলেন তানজিম হাসান সাকিব। নিজের বলে নিজেই ক্যাচ ধরে ম্যাক্স ও'ডাউডকে ফিরিয়ে দিলেন তরুণ এই পেসার। ৬ ওভার শেষে ২ উইকেটে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩৬ রান। বিক্রমজিৎ সিং ২ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৪ রানে ব্যাটিং করছেন।