মেসি-লাউতারোর জোড়া গোলে গুয়েতেমালাকে উড়িয়ে কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা
কোপা আমেরিকার আগে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হওয়ার আগে আজ নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। গুয়তেমালাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। জোড়া গোল করেছেন মেসি ও লাউতারো মার্তিনেস।
কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে কড়া বার্তা দিয়ে রাখলেন লিওনেল মেসি। একাদশে ফেরার ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে অপ্রতিরোধ্য মেসি পেয়েছেন জোড়া গোল। লাউতারো মার্তিনেসকে পেনাল্টি শট নেওয়ার সুযোগ না দিয়ে নিজে নিলে পেতে পারতেন হ্যাটট্রিকও।
লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান মেসি। এরপর পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। পরে আরেকটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।
এবারের মৌসুমে অনেকটা সময় পেশির চোট ভুগিয়েছে মেসিকে। ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। হ্যামস্ট্রিং চোটে আর্জেন্টিনার হয়েও গত মার্চে তিনি মাঠে নামতে পারেননি দুই ম্যাচে। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেন বদলি হিসেবে। এবার শুরুর একাদশে আসার পর এলএম টেন ফিরলেন পুরোনো চেহারাতেই।
আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 'এ' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।