কোপা আমেরিকায় নজর থাকবে যাদের ওপর
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কানাডা। যুক্তরাষ্ট্রে হচ্ছে এবারের আসর।
সব মিলিয়ে ৪৮তম বারের মতো হতে যাচ্ছে কোপা আমেরিকা। এবারের টুর্নামেন্টে ১৬টি দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। সেরা দুই দল করে মোট আট দল নিয়ে হবে নকআউট পর্ব। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর সেরা দুই দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।
স্বাভাবিকভাবেই এবার হট ফেবারিট আর্জেন্টিনা। কেবল বর্তমান চ্যাম্পিয়ন কিংবা বিশ্বচ্যাম্পিয়ন বলেই নয়, ফর্ম আর সাম্প্রতিক রেকর্ডও আলবিসেলেস্তেদের হয়ে কথা বলছে। এই শিরোপা সর্বোচ্চ ১৫ বার জিতেছে আকাশী-নীলরা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ কোপা আমেরিকা হতে যাচ্ছে এটি। ২০২১ সালে এই শিরোপা জিতেই প্রথম আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান এলএম টেন।
আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরাও ঘোচে ২০২১ সালে কোপা আমেরিকা জেতার মধ্য দিয়ে। মেসি ছাড়াও আরেক আর্জেন্টিনা কিংবদন্তি আনহেল দি মারিয়ারও শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে এটিই। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোপার পরই দলের দায়িত্ব ছাড়বেন তিনি। সবমিলিয়ে এবারের কোপা আমেরিকা জিতলে সেটি আর্জেন্টিনার জন্য বিশেষ কিছুই হবে।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে ব্রাজিল। গত কিছুদিনের ফর্ম যেমনই হোক, ব্রাজিল যে কোনো টুর্নামেন্টেই অন্যতম ফেবারিট। খোদ লিওনেল মেসিই বলেছেন, নেইমার না থাকলেও কোপা জেতার সামর্থ্য রয়েছে সেলেকাওদের। নতুন কোচ দরিভাল জুনিয়রের তুরুপের তাস হবেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এবার কোপা আমেরিকা জিতলে অনেকেই তার হাতে ব্যালন ডি'অরও দেখতে পাচ্ছেন।
আটবার কোপা আমেরিকা জেতা ব্রাজিল সর্বশেষ এই শিরোপা জিতেছে ২০১৯ সালে। সেই দল থেকে এই দলে রয়েছে অনেক পরিবর্তন। তারুণ্যনির্ভর দল গড়েছেন সেলেকাও কোচ দরিভাল। ভিনিসিয়ুস ছাড়াও নজর থাকবে ১৭ বছর বয়সী এন্ড্রিকের ওপর। এই ফরোয়ার্ড ইতোমধ্যে আলোড়ন তুলেছেন ফুটবল বিশ্বে, সামনের মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এন্ড্রিক।
আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার কোপা আমেরিকা জিতেছে উরুগুয়েও। তাদেরকেও হিসেবের বাইরে রাখা যাবে না। লুইস সুয়ারেজ নিশ্চিতভাবেই নিজের শেষ কোপা আমেরিকা খেলবেন এবার। এছাড়াও লিভারপুল তারকা দারউইন নুনেজ কিংবা রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দেরাও স্বপ্ন দেখাচ্ছেন উরুগুয়েকে।
এই তিন দলের বাইরে স্বাগতিক যুক্তরাষ্ট্র, চিলিম মেক্সিকোর ওপরও আলাদা নজর রাখতেই হবে। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট এবং পাঁচটি দেশকে আমন্ত্রণের মাধ্যমে মোট ১৬ দল পূর্ণ হয়েছে ৪৮তম কোপা আমেরিকায়। ১৫ জুলাই ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কে এই শতবর্ষী শিরোপা উঁচিয়ে ধরেন, এখন সেটিরই অপেক্ষা।