জ্বরে ভুগছেন মেসি, পেরুর বিপক্ষে খেলা অনিশ্চিত
প্রথম দুই ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তবে একটি শঙ্কা ঘিরে ধরেছে লিওনেল স্কালোনির দলকে।
পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে অনিশ্চিত লিওনেল মেসি। দলের প্রাণভোমরাকে ছাড়াই ম্যাচটি খেলতে হতে পারে আর্জেন্টিনাকে। আগামীকাল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের চিকিৎসা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে।
মূলত জ্বরে ভুগছেন মেসি। যার কারণে কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি এলএম টেন। নিজের অসুস্থতা নিয়ে মেসি বলেছেন, 'ম্যাচের শুরুতে ছিল এমনটা । অসুস্থতার কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখি আগামীকাল কী হয়। গত কয়েক দিন ধরে গলা ব্যথা, জ্বরে ভুগছি। হয়তোবা সেটা আজ ভুগিয়েছে। তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করি, জটিল কিছু না।'
দলের মূল তারকার এমন ছন্দে না থাকা নিয়ে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন তিনি এই বিষয়ে মেসির সঙ্গে এখনও কথা বলেননি, 'এখনও মেসির সঙ্গে আমি কথা বলি নি। সে কেমন আছে তা জানি না।'
কানাডা, চিলির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুই ম্যাচে দিয়েছে ৩ গোল, তবে কোনো গোল হজম করেনি। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।