ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি
কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় ও রেকর্ড ষোলোতম বার শিরোপা জয়ের লড়াইয়ে খেলবে উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচে জয়ী দলের বিপক্ষে। গত আট কোপা আমেরিকার মধ্যে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল।
সেমি-ফাইনালে পুরো ৯০ মিনিটই খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম গোলের দেখাও৷ চোট শঙ্কায় লিওনেল মেসি ঠিক কতক্ষণ খেলবেন, সেটি নিয়ে সংশয় ছিল। স্কালোনি আগেই জানিয়েছিলেন, মেসি শতভাগ ফিট না হলেও তাকে খেলাবেনই।
মেসি খেললেন, পুরো ৯০ মিনিটই। নিজের স্বভাবসুলভ বল পায়ে কারিকুরি করার চেষ্টা যদিও খুব একটা করেননি এলএম টেন। সতীর্থরা যে তিনি মাঠে থাকলেই খুশি! সেখানে আজ করেছেন দলের দ্বিতীয় গোলটাও। যেটি এসেছে ৫১ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের সহায়তায়। ফাইনালে ওঠার পর মেসি জানিয়েছেন, তার শেষের শুরুটাও হয়ে গেছে।
দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া কোপা শেষে জাতীয় দলকে বিদায় বলবেন। ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখার প্রত্যাশা করছেন অনেকেই। খোদ লিওনেল স্কালোনিই বলেছেন, মেসিকে বিশ্বকাপে দেখতে চায় তার দল। কিন্তু মেসি নিজে যা বললেন, তাতে খুব বেশিদিন জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে না তাকে।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কিংবদন্তি বলেছেন, 'আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি। আমি জানি যে এগুলো শেষ লড়াই এবং আমি এসব সর্বোচ্চ উপভোগ করছি।'
শুধু নিজের কথাই নয়, সতীর্থ দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিরও যে বেলা ফুরিয়ে আসছে, সেটিও জানালেন মেসি, 'উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওতার মতো আমিও মনে করছি, এগুলো আমাদের শেষ লড়াই।'