আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ভারতের জয় শাহ
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ, এই খবর আগেরই। সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির পরবর্তী স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে এই পদে আসীন হচ্ছেন তিনি, আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনিই।
আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। টানা দুই মেয়াদে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন জয় শাহ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চেয়ারম্যান হওয়ার খবর জানিয়েছে আইসিসি।
২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানের দায়িত্বে আছেন তিনি। এবার আইসিসি প্রধানের পদটাও মিললো তার।
আইসিসির দায়িত্ব নিতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে জয় শাহকে। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগে চারজন ভারতীয় আইসিসির প্রধান হয়েছেন। তারা হলেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শশাঙ্ক মানোহর।
এক মেয়াদ বাকি থাকতেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বার্কলে। গত ২০ আগস্ট তিনি জানান, তৃতীয় মেয়াদে চেয়ারম্যান পদে থাকতে চান না তিনি। আইসিসিতে পথচলার ইতি টানতে চান নভেম্বরেই। তার জায়গায় একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন জয় শাহ।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, 'আইসিসির পরবর্তী চেয়ারম্যানের এই মর্যাদাপূর্ণ ভূমিকায় আমার ওপর আস্থা রাখার জন্য আমি আইসিসির বোর্ডের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি বিশ্বজুড়ে খেলাটির মান উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।'