সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টেস্টে ভরাডুবির পর টি-টোয়েন্টি সিরিজেও দুঃস্বপ্নের শুরু হয়েছে বাংলাদেশের। হতশ্রী ব্যাটিং-বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ ম্যাচ হারে বড় ব্যবধানে। এরপরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে আজ আবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হবে।
সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, ১৪টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের যে একটি জয়, সেটা আজকের ভেন্যুতে। ২০১৯ সালে দিল্লির এই মাঠে ৭ উইকেটে জেতে মাহমুউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে। ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পারাগ, নিতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদীপ সিং।