‘প্রতি বছরই উন্নতি করছে বিপিএল’- মনে করেন থিসারা পেরেরা
আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ, বিপিএল, পিএসএল, সিপিএল, এলপিএলসহ বিশ্বের সব নামি-দামি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন থিসারা পেরেরা। বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের বেশ কয়েকটি আসরে খেলার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কান এই অলরাউন্ডারের। সেই সুবাদে বিপিএলে খেলার মান, পরিবেশসহ অন্যান্য বিষয় কাছ থেকেই দেখে আসছেন পেরেরা। সবকিছু বিবেচনায় তার মনে হয়েছে, প্রতি মৌসুমেই উন্নতি করছে বিপিএল।
বিপিএলের গত আসরে খেলেননি পেরেরা, এর আগের আসরে খেলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এবার নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে, দলটির নেতৃত্বভার উঠেছে তার কাঁধেই। অনেক লিগে খেলা ও নেতৃত্ব দেওয়ায় অধিনায়কত্বের ব্যাপারটি পেরেরার কাছে বাড়তি বোঝা বা চাপের কিছু হচ্ছে না। এ ছাড়া কে অধিনায়ক আর কারা সিনিয়র-জুনিয়র, এসব নিয়ে ভাবছেন না পেরেরা।
অধিনায়ককের দায়িত্ব পালনের বিষয়ে লঙ্কান এই অলরাউন্ডার বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয়, সেটা আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল। খেলোয়াড় হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র খেলোয়াড়, কে জুনিয়র খেলোয়াড়। আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিই। অধিনায়ক কে বা কে সিনিয়র ক্রিকেটার, এটা নিয়ে আমরা ভাবছি না।'
অন্যান্য লিগে খেলার অভিজ্ঞতা থাকায় পেরেরার কাছে জানতে চাওয়া হয় বিপিএলের মানের বিষয়ে। অন্য লিগের তুলনায় বিপিএলের অবস্থান কোথায়, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে তুলনা করতে পারব না। তবে যেগুলোতে আমি খেলেছি, এটা তার মধ্যে অন্যতম সেরা একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। আমি অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছি। আমি এসবের মধ্যে ক্রম আকারে সাজাতে পারি না। আমি বলতে পারি না এটা ভালো, অথবা এটা খারাপ।'
তুলনা না করলেও বিপিএলের উন্নতির ব্যাপারটি পেরেরা লক্ষ্য করেছেন। তার দৃষ্টিতে প্রতি বছরই আগের আসরকে ছাড়িয়ে যাচ্ছে বিপিএল। তার ভাষায়, 'আমি এটা বলতে পারি, প্রতি বছরই উন্নতি করছে বিপিএল। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিপিএল কে হ্যাটস অফ জানাতে চাই। এখানে আমি অনেক বছর খেলেছি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। বিপিএল একটানা ১১তম আসরে চলে গেছে এটা দেখেই ভালো লাগছে।'
'কিছু দেশ আছে, যাদের লিগ দুই-এক বছর হয়; এরপর আবার বন্ধ হয়, আবার চালু হয়। খেলোয়াড় হিসেবে ওসব টুর্নামেন্টে খেলা আনন্দদায়ক নয়। বিপিএল আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, গত কয়েক বছর তারা এক টানা আসরটি আয়োজন করেছে। তাই আমি বলেছি, সবগুলো লিগের মধ্যে আমি তুলনা করতে পারব না। তবে বিপিএলে দারুণ খেলা হয়।' যোগ করেন তিনি।
সাত দলের অংশগ্রহণের বিপিএলের পর্দা উঠছে ৩০ ডিসেম্বর। প্রথম দিনই মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে পেরেরার দল। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে একই ভেন্যুতে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।