নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার ছোবল
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার পর থেকে কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ। কোয়ারেন্টিনে থাকা অবস্থাতে খারাপ খবর এলো। বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হয়েছে। নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের এক সদস্য বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে গত ৮ ডিসেম্বর রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। সে সময় বাংলাদেশে না থাকায় দলের সঙ্গে সফরে যাননি হেরাথ। পরে শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে যান লঙ্কান কিংবদন্তি এই স্পিনার। অন্যান্যদের মতো তিনিও কোয়ারেন্টিনে আছেন। এর মাঝেই তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পজিটিভ হওয়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়বে।
নিউজিল্যান্ডে পৌঁছে বিমান বন্দর থেকে সরাসরি হোটেলে যায় বাংলাদেশ। কোয়ারেন্টিনের শুরুর দিকের প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হন। কিন্তু তৃতীয় পরীক্ষায় পজিটিভ ফল আসে হেরাথের। স্পিন কোচ পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, সেটা জানার অপেক্ষায় আছে বাংলাদেশ।
বিপত্তির আরও জায়গা আছে। বাংলাদেশ দল যে ফ্লাইটে করে নিউজিল্যান্ডে যায়, সেই ফ্লাইটের একজন করোনা আক্রান্ত হওয়ায় এর প্রভাব বাংলাদেশ দলেও পড়ছে। করোনা আক্রান্ত সেই যাত্রীর আশেপাশে বসা বাংলাদেশের নয় জনের আইসোলেশনের সময় বেড়েছে।
ওই যাত্রীর সম্ভাব্য সংস্পর্শে ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের তিন সদস্য। এই নয় জন বাদে বাকিরা মঙ্গলবার থেকে জিম শুরু করেছেন। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।