বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নেই সাইফউদ্দিন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ব্যথার কারণে দেশে ফিরে আসতে হয় জাতীয় দলের এই অলরাউন্ডারকে। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয় তাকে। পিঠের ব্যথার উন্নতি হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা আগ্রহের কথা জানান সাইফউদ্দিন।
যদিও নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার কথা জানান তিনি। কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলার অনুমতিও পাননি সাইফউদ্দিন। বিসিবির মেডিকেল বিভাগ সাইফউদ্দিনের খেলার ছাড়পত্র দেয়নি। যে কারণে তার নাম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি।
সাইফউদ্দিন তার সর্বশেষ ম্যাচ খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। গত ২৪ অক্টোবরের ওই ম্যাচের পর বিশ্বকাপ শেষ হয়ে যায় তার। পিঠের ব্যথার কারণে তিনমাস মাঠের বাইরে থাকার নির্দেশনা দেওয়া হয় তাকে। আগামী বছরের ২০ জানুয়ারির পর তার মাঠে ফেরার কথা।
বিপিএল মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। এ সময়ই মাঠে ফেরার অনুমতি থাকায় আসরটি ব্যাটসম্যান হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় খেলার অনুমতি মেলেনি। আগামী রোববার সাইফউদ্দিনের চোটের অবস্থা দেখবে সংশ্লিষ্টরা। এরপর বোঝা যাবে, তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন।
বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বিপিএলের ড্রাফটের খেলোয়াড় বাছাই করেছেন নির্বাচকরা। এ নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, 'আমরা মেডিকেল বিভাগ থেকে তথ্য পাওয়ার পর দল নির্বাচন করি। মেডিকেল বিভাগ জানিয়েছে বিপিএল খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। এ কারণেই তার নাম ড্রাফটে রাখা হয়নি।'
মেডিকেল বিভাগের এমন সিদ্ধান্তে কিছুটা হতাশই মনে হলো সাইউফউদ্দিনকে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'আগের তুলনায় আমার পিঠের অবস্থা ভালো। বোলিং করতে সময় লাগবে, তবে ব্যাটিং করার মতো অবস্থায় আছি আমি। এ কারণেই খেলতে চেয়েছিলাম।'