নিউজিল্যান্ড সফর শেষ জয়ের
জাতীয় দলে অভিষেকের পর প্রথম সফর। নিউজিল্যান্ডে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ২২৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস তরুণ এই ওপেনার। এমন ব্যাটিংয়ের পর আত্মবিশ্বাসের চূড়ায় থাকা জয় আরও ভালো আশায় ছিলেন। এমন অবস্থায় এসে চোটে পড়লেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
এই চোটের কারণে মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে তার মাঠে নামা হবে না। কেবল প্রথম টেস্টের শেষ দিনই নয়, নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে গেছে তার। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, আগামী সাত থেকে দশ দিন জয়কে পর্যবেক্ষণে রাখা হবে। এর মানে দাঁড়ায়, ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ নেই।
চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় ডান হাতের তিন ও চার নম্বর আঙুলের মাঝে চোট পান জয়। তার হাতে তিনটি সেলাই পড়েছে। বায়েজেদুল ইসলাম বলেন, 'আজ ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয়ের ডান হাতের আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে চোট লেগেছে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন, তিনি সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। যেসব ওষুধ দরকার, দিয়ে দেওয়া হয়েছে।'
নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় জয়ের। ম্যাচটা মনে রাখার মতো হয়নি। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান পরের ইনিংসে করেন ৬ রান। দুই ইনিংসের ব্যাটিং দেখে মনে হয়েছে ভয় পাচ্ছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই হয়তো প্রস্তুত নন তিনি।
সেই মাহমুদুল হাসান জয়ই নিউজিল্যান্ডে গিয়ে দেখা দেন পুরোপুরি ভিন্ন রূপে। যেখানে কিউইদের বিশ্বসেরা পেস বোলিংয়ের বিপক্ষে সবাই নাকানি চোবানি খায়, সেখানেই জয় হয়ে ওঠেন ধৈর্যের প্রতিমূর্তি। প্রথম ইনিংসে দলের বড় সংগ্রহের ভিত গড়তে জয় ছিলেন কাণ্ডারির ভূমিকায়। তরুণ ডানহাতি এই ওপেনার প্রায় পাঁচ ঘণ্টা উইকেটে থেকে ২২৮ বলে করেন ৭৮ রান।