টি-টোয়েন্টি খেলতে চান না তামিম, তবুও পাপনের অনুরোধ
প্রায় দুই বছর ধরে জাতীয় দলে টি-টোয়েন্টি খেলেন না তামিম ইকবাল। পরিবার, ইনজুরিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে আছেন অভিজ্ঞ এই ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তামিম। পরিবার, ইনজুরির কারণ বলা হলেও আদতে টি-টোয়েন্টি ছাড়তে চান তিনি। গত বছর এমন ইঙ্গিতও দিয়েছিলেন বাংলাদেশ ওপেনার।
সেই তামিমই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন। মিনিস্টার ঢাকার হয়ে দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এমন ব্যাটিংয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তামিমকে নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়েছিল। বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম এই ফরম্যাটে খেলতে চান না। এরপরও তামিমকে টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলার পর তামিমের ব্যাটিং নিয়ে নাজমুল হাসান বলেন, 'তামিম ভালো খেলেছে। ও তো সব সময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিত। হাফ সেঞ্চুরি হয়ে গেলেই মারমুখী হতে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।'
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। অভিজ্ঞ তামিমকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'ওর সাথে আমি কথা বলেছি। বলতে গেলে ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।'
বিসিবি সভাপতি অনুরোধ করলেও তামিম এই ফরম্যাটে খেলতে চান না বলে জানিয়ে দিয়েছেন। জোর না করতে বিসিবি সভাপতিকে অনুরোধও করেছেন তামিম। নাজমুল হাসান বলেন, 'টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।'
২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে খেলেছে। কোনোটাতেই তামিমকে দলে পাওয়া যায়নি। কখনও ইনজুরি, কখনও পারিবারিক কারণে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে।