ফেরার ইঙ্গিত দিয়ে টি-টোয়েন্টি থেকে তামিমের ছয় মাসের বিরতি
ঢাকা পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এসেছে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১ ফেব্রুয়ারি চলবে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসরটি। চার-ছক্কার আসরটি আয়োজনে চট্টগ্রামের স্টেডিয়ামে চলছে প্রস্তুতি। দর্শকশূন্য গ্যালারি থাকবে জেনেও বিপিএল নিয়ে রোমাঞ্চিত এখানকার ক্রিকেটমোদীরা। এই রোমাঞ্চের মাঝে মন খারাপের খবর দিলেন তামিম ইকবাল। আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার।
ক্যারিয়ার দীর্ঘ করতে একটি ফরম্যাট ছাড়তে চান, গত বছরের এপ্রিলে জানিয়েছিলেন তামিম। অভিজ্ঞ এই ওপেনার সে সময় ফরম্যাটের কথা না জানালেও ধারণা করা হয়েছিল, টি-টোয়েন্টিকে বিদায় বলবেন তিনি। পরবর্তীতে এই ফরম্যাট থেকে নিজেকে দীর্ঘ সময় সরিয়ে রাখায় আলোচনা বাড়ে। সর্বশেষ ২২ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টি খেলতে চান না তামিম।
এর কদিনের মাথায় চট্টগ্রামে এসে নিজের সিদ্ধান্ত জানালেন তামিম। বৃহস্পতিবার জহুর আহমেদ স্টেডিয়ামে এক ঘোষণায় তামিম জানান, আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাবতে চান না তিনি। তার বিশ্বাস, এই ছয় মাসে ইনিংস উদ্বোধনে সুযোগ পাওয়া ক্রিকেটাররা এতোটাই ভালো করবেন যে, তাকে টি-টোয়েন্টি খেলতে হবে না। এরপরও যদি দলে তাকে দরকার হয়, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে টি-টোয়েন্টিতে নিয়মিত হবেন তিনি।
ছয় মাসের বিশ্রাম নেওয়ার ঘোষণায় তামিম বলেন, 'শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে কথাবার্তা হয়েছে। উনারা অবশ্যই চাচ্ছেন আমি টি-টোয়েন্টি চালিয়ে যাই, অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। সবাই মিলে যেটা ভালো হয়, ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।'
তামিমের বিশ্বাস, এই ছয় মাসে অন্যদের পারফরম্যান্স এতোটাই ভালো হবে যে তাকে আর দলে দরকার হবে না। আগামী ছয় মাসে এশিয়া কাপ (লিগ পদ্ধতি ছূড়ান্ত হয়নি) ছাড়া বাংলাদেশের ১২টি টোয়েন্টি ম্যাচ আছে। এসব ম্যাচে লিটন কুমার দাস, নাঈম শেখ ও সৌম্য সরকারদের কাঁধে থাকবে ইনিংস উদ্বোধনের গুরুদায়িত্ব।
তামিম বলেন, 'ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। আশা করি এই ছয় মাসে তরুণরা এতো ভালো খেলবে, আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে; ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার, আমিও যদি প্রস্তুত থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।'
২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ খেলেছে। কোনোটিতেই তামিমকে দলে পাওয়া যায়নি। কখনও ইনজুরি, কখনও পারিবারিক কারণে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে।