এক ইনিংসে অনেক কীর্তি মাহমুদউল্লাহর
শুরুতেই ফিরে গেলেন মোহাম্মদ শাহজাদ। পরের দুই ব্যাটসম্যান গুছিয়ে নিলেও জুটিটা দীর্ঘ হলো না। চারে নেমে দলের হাল ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদ, খেলে গেলেন শেষ পর্যন্ত। মাঝে চললো মিনিস্টার ঢাকার অধিনায়কের ব্যাটিং শো। হার না মানা দারুণ এক ইনিংসে বেশ কয়েকটি মাইলফলক পূর্ণ করে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেচটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮১ রান তোলে মিনিস্টার ঢাকা। বড় এই সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় অবদান মাহমুদউল্লাহর। নেতার মতো ব্যাট চালিয়ে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি।
এই একটি ইনিংসে কয়েকটি রেকর্ডে যোগ হয়েছে তার নাম। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মাহমুদউল্লাহ। বিপিএলেও মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া আসরটিতে ২ হাজার রান পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কুমিল্লার বিপক্ষে ৪১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান মাহমুদউল্লাহ। ২৭২ টি-টোয়েন্টিতে তার রান এখন ৫ হাজার ৪৫। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
বিপিএলে ৭৬ ম্যাচ খেলা মাহমুদউল্লাহর রান এখন ২ হাজার ১৪ রান। সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়া মাহমুদউল্লাহর সামনে আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সবার ওপরে থাকা তামিমের রান ২ হাজার ৪৮৩। দুই নম্বরে থাকা মুশফিকের রান ২ হাজার ৪০৮।