সুপারম্যান সাকিবে উড়ছে বরিশাল, খাদের কিনারে মাহমুদউল্লাহরা
নেতা হলে দলকে কীভাবে পথ দেখাতে হয়, প্রতি ম্যাচে সেটারই ছবি এঁকে যাচ্ছেন সাকিব আর হাসান। বরিশালের সাত জয়ের পাঁচটিতেই ম্যাচসেরা হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যা বিপিএলের ইতিহাসে প্রথম।