১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট
গত সেপ্টেম্বরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত হয়েছিল। এবার ভেন্যু চূড়ান্ত করা হলো। তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ।
এর আগে দক্ষিণ আফ্রিকায় পচেফ্স্ট্রুম, ব্লুমফন্টেইন, সেঞ্চুরিয়ন ও ইষ্ট লন্ডনে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম ঐতিহাসিক ডারবান ও ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়াম পোর্ট এলিজাবেথে টেস্ট খেলবে বাংলাদেশ। এ ছাড়া সেঞ্চুরিয়নে দুটি ও জোহানেসবার্গে একটি ওয়ানডে খেলবে সফরকারীরা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার সফর ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশের এই সিরেজর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। দিবা-রাত্রির ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। একদিন বিরতির পর জোহানেসবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
এর আগে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে একটি ওয়ানডে খেলে বাংলাদেশ। যে ম্যাচে ৩২ রানে বাংলাদেশকে হারিয়েছিল কেনিয়া। শেষ ওয়ানডে খেলতে আবার সেঞ্চুরিয়নে যেতে হবে দুই দলকে। ম্যাচটা হবে ২৩ মার্চ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারবানে। ১৯৪৩ সালে পথ চলা শুরু হওয়া এই স্টেডিয়ামে বাংলাদেশ বাদে এশিয়ার সবগুলো দেশই টেস্ট খেলেছে। বাংলাদেশ এবার প্রথম টেস্ট খেলবে এই মাঠে, ৩১ মার্চ ম্যাচটা শুরু হবে।
১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়। ১৩৩ বছরের পুরোনো এই স্টেডিয়ামেও প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি ৮ এপ্রিল শুরু হবে।