এবার খালেদের ওপর চটলেন মুশফিক
এ কারণেই হয়তো অধিনায়কত্ব নিতে চান না মুশফিকুর রহিম! দলকে পথ দেখাতে গিয়ে খেই থাকে না অভিজ্ঞ এই ক্রিকেটারের, হারিয়ে ফেলেন মেজাজ। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিলেছিল তার প্রমাণ। ওই আসরের প্রায় প্রতি ম্যাচে মেজাজ হারানো মুশফিক তেড়ে গিয়েছিলেন নাসুম আহমেদকে মারতে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অতোটা মেজাজ না হারালেও মুশফিক যা করলেন, সেটা রীতিমতো সতীর্থকে ছোট করা।
লিটন কুমার দাসের উইকেট নেওয়ার পর খুলনা টাইগার্সের ক্রিকেটাররা উদযাপন করছিলেন। দূর থেকে এগিয়ে এসে তাতে যোগ দেন খালেদ আহমেদ। উদযাপনের এক পর্যায়ে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে কোলাকুলি করতে যান খালেদ। কিন্তু ডানহাতি এই পেসারকে কোলাকুলি করতে দেননি মুশফিক। হাত দিয়ে ঠেলে খালেদকে দূরে সরিয়ে দেন তিনি। খালেদ এরপরও হাসতে হাসতে মুশফিককে জড়িয়ে ধরেন।
খুনে ব্যাটিং করতে থাকা লিটন কুমার দাসের ক্যাচ ফেলায় খালেদের ওপর চটেন মুশফিক। কুমিল্লার ওপেনার শুরু থেকেই ছিলেন মারকুটে মেজাজে। লিটন তখন ১২ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। এমন সময় খুলনার বাঁহাতি পেসার রুয়েল মিয়ার বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তোলেন লিটন। কিন্তু ক্যাচটি নিতে পারেননি খালেদ। পরের বলেই রুয়েলকে ছক্কা মারেন। একে তো ক্যাচ মিস, পরের বলে আবার ছক্কা; সব মিলিয়ে খালেদের ওপর চটে যান মুশফিক।
মুশফিকের মেজাজ হারানোর ব্যাপারটি অবশ্য সেভাবে তখন বোঝা যায়নি। পরের ওভারে লিটন আউট হওয়ার পর বেরিয়ে আসে তার ক্ষোভ। ১৭ বলে ৪১ রান করা লিটন সপ্তম ওভারে থিসারা পেরেরার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। হুমকি হয়ে ওঠা লিটনকে দারুণ ক্যাচে থামান মুশফিক। উদযাপনে সঙ্গী হতে বাউন্ডারি লাইন থেকে এগিয়ে যান খালেদ। মুশফিকের সঙ্গে কোলাকুলি করতে গেলে এক প্রকার ধাক্কা দিয়েই খালেদকে সরিয়ে দেন তিনি। তখন পাশেই দাঁড়ানো পেরেরা ও আন্দ্রে ফ্লেচার অবাক হয়ে দেখছিলেন মুশফিককে। খালেদ অবশ্য না থেমে হাসতে হাসতে ঠিকই মুশফিককে জড়িয়ে ধরেন।
২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নাসুমের বোলিং নিয়ে খেপেছিলেন মুশফিক। বাঁচা-মরার সেই ম্যাচে ১৩তম ওভারে নাসুমের বলে বড় ছক্কা মারেন বরিশালের আফিফ হোসেন। এই ছক্কা হজম করায় নাসুমের ওপর বিরক্তি প্রকাশ করেন মুশফিক।
এখানেই শেষ নয়, ১৭তম ওভারে পেসার শফিকুল ইসলামের বলে আফিফ শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন। ক্যাচ ধরতে ছুটে যান মুশফিক, নাসুমও চেষ্টা করেন ক্যাচটি নিতে। মুশফিক এগিয়ে থাকায় নাসুম দাঁড়িয়ে যান, অধিনায়ককে ক্যাচ নেওয়ার সুযোগ দেন। এবারও নাসুমের ওপর ক্ষিপ্ত হন মুশফিক। ক্যাচটি ধরে মুশফিক আবারও একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য এগিয়ে যান। ক্ষিপ্ত মুশফিককে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন নাসুম।