এবার আইপিএলের মঞ্চেও মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স?
এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য বিশ্বের দুই বৃহত্তম প্রতিষ্ঠানই ঝাপ দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কোনোটিই।
সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, দুই মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনির মধ্যে। ৫৭,০০০ কোটি টাকায় (৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) পাঁচ বছরের জন্য স্বত্ব বিক্রি হতে পারে। এই টাকায় স্বত্ব বিক্রি হলে তা সর্বকালের রেকর্ড হবে বলেও জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলের মিডিয়া স্বত্ব এমন কোনো সংস্থার হাতেই যাবে যাদের প্রচুর টাকা আছে।
গত মৌসুমের প্রথম ভাগে আইপিএলের দর্শক সংখ্যা দাড়িয়েছিল ৩৫০ মিলিয়নে। বিষয়টি নিয়ে পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিভস্কি বলেছেন, '২৫০ কোটি সমর্থকসহ বিশ্বের দ্বিতীয বৃহত্তম খেলা হল ক্রিকেট। আইপিএল হল সুপার বোলের মতো। আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনো অস্তিত্ব নেই।'
আপাতত স্টারের হাতে আইপিএলের সম্প্রচার স্বত্ব আছে। ২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য প্রায় ১৯ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি হয়েছিল। আইপিএলের থেকে প্রথম ১০ বছর সোনির হাতে ছিল স্বত্ব। সে সময়ও অ্যামাজন, রিলায়েন্সের মতো সংস্থা সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ হাসি হেসেছিল স্টার।
তবে এবার একেবারে আটঘাঁট বেঁধে নেমেছে রিলায়েন্স। ১.৬ বিলিয়ন ডলার অর্থ তোলার জন্য বিদেশি-সহ বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে মুকেশ আম্বানির মালিকাধীন সংস্থা। রিলায়েন্সের ব্যবসায়িক কৌশলের সম্পর্কে অবহিত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স বলে, 'জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা রয়েছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম১৮-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগার স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলোর মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।' যদিও বিষয়টি নিয়ে রিলায়েন্স এবং ভায়াকম১৮-এর কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। রয়টার্স জানিয়েছে, এবার নিজেদের গ্রাহকদের কাছে আইপিএল নিয়ে পৌঁছাতে চাইছে মার্কিন সংস্থা। তবে এ প্রসঙ্গে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি অ্যামাজনের কোনো মুখপাত্র।
সূত্র: হিন্দুস্তান টাইমস