টি-টোয়েন্টি দলে এক নতুন মুখসহ অনেক পরিবর্তন
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের এই দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়ানো মুনিম শাহরিয়ার।
আফগানিস্তান সিরিজে বিশ্রামে দেওয়া মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। যদিও মুশফিকের দাবি ছিল খেলতে চাওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে। মুশফিককে বিশ্রামের কথা বলা হলেও লিটন কুমার দাসকে বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়। ডানহাতি এই ওপেনারকেও ফেরানো হয়েছে।
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও ফিরেছেন। বিপিএলে চরম বাজে সময় পার করা নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে। মিনিস্টার ঢাকার হয়ে ৮ ম্যাচে ৭ ইনিংসে ৮.৩৩ গড়ে মাত্র ৫০ রান করলেও এই বাঁহাতির ওপর ভরসা রেখেছেন বিসিবির নির্বাচকরা।
যদিও মিনিস্টার ঢাকাতেই তার জায়গা ঠিক ছিল না। বিভিন্ন জায়গায় ব্যাটিং করতে হয়েছে তাকে। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে জায়গাও হারাতে হয় বাঁহাতি এই ওপেনারকে। জাতীয় দলে সব সময় ওপেনার হিসেবে খেললেও বিপিএলে কেবল এক ম্যাচে ইনিংস উদ্বোধনের সুযোগ পান নাঈম।
পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ছয়জন ক্রিকেটার। তারা হলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, আকবর আলী ও আমিনুল ইসলাম বিপ্লব। এর মধ্যে সাইফ হাসান বিপিএলে খেলেননি। বাকিদের কেউই বিপিএলে পারফরম্যান্স করতে পারেননি।
একমাত্র নতুন মুখ হিসেবে দলে ডাক পাওয়া মুনিমের দারুণ সময় কেটেছে বিপিএলে। করোনা আক্রান্ত থাকায় শুরুর কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। এরপর একাদশে নিয়মিত সুযোগ পেয়ে প্রায় প্রতি ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া বরিশালের ডানহাতি এই ওপেনার। ৬ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.৬৬ ও ১৫২.১৩ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম।
টি-টোয়েন্টিসূলভ ব্যাটিংয়ে প্রতি ম্যাচেই বরিশালকে পথ দেখান মুনিম। তার শট খেলার সামর্থ্য, সাহসে মুগ্ধ বরিশালের অধিনায়ক সাকিব জানান, মুনিম এবারের বিপিএলের সেরা আবিষ্কার। সাকিব বলেছিলেন, 'আমার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।'
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।