খেলবে না দোলেশ্বর, প্রথমবারের মতো ১১ দলের প্রিমিয়ার লিগ!
আন্তর্জাতিক সূচির কারণে প্রায়ই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলা হয় না জাতীয় দলের ক্রিকেটারদের। কোন সময়ে লিগ আয়োজন করলে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে, প্রতিবারই সেই হিসাব কষা হয়। কিন্তু এবার সেটা করা হচ্ছে না। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার ছাড়াই আগামী ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি।
প্রিমিয়ার লিগের প্রথম দুই আসর ১০ দল নিয়ে অনুষ্ঠিত হয়। ৯১-৯২ মৌসুম থেকে ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে আসরটি। এবার প্রিমিয়ার লিগে খেলতে চায় না প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত তারা অংশ না নিলে প্রথমবারের মতো ১১টি দল নিয়ে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ার ব্যাপারটি ইতোমধ্যে চিঠি দিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) জানিয়ে দিয়েছে দোলেশ্বর। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। তবে না খেলার কারণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।
আমিন খান বলেন, 'প্রাইম দোলেশ্বর লিগে খেলতে চায় না। তারা একটি চিঠি দিয়েছে। তারা কেন খেলতে চায় না, সেটা জানায়নি। কাল দল বদল যাক, এরপর এটা দেখা হবে। আর এটা আমাদের ব্যাপারও নয়, বিসিবির দেখবে এটা। আমরা সিসিডিএম যেমন বোর্ডের অন্তর্গত, তেমন প্রতিটি ক্লাবও বোর্ডের অন্তর্গত। তাদের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে।'
জানা গেছে, নিয়মিত কোচ মিজানুর রহমান বাবুলের উপর অভিমান করে প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে চাচ্ছে দোলেশ্বর। দলটির হয়ে গত মৌসুমে খেলা ফরহাদ রেজা, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বী, কামরুল ইসলাম রাব্বীরা এবার খেলবেন লিগের নবাগত দল রূপগঞ্জ টাইগার্সে। এই দলটির কোচের দায়িত্ব নিয়েছেন মিজানুর রহমান বাবুল। নিয়মিত কোচ পুরনো খেলোয়াড়দের নিয়ে অন্য দল গড়ায় দোলেশ্বর লিগই খেলতে চায় না।
এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইন পুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, লেজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স। প্রথম বিভাগ থেকে উঠে এসে লিগ খেলছে সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স।