‘যেসব ক্যাচ ফেলেছে, মনেই হচ্ছিল না এরা খেলার মধ্যে আছে’
২-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের বোলিংয়ের তোপের চেয়ে নিজেদের করা ভুলেই বেশি ক্ষতি হলো, সংগ্রহ দাঁড়ালো সামান্যই। পরে ফিল্ডিংয়ে চললো ক্যাচ মিসের মহড়া। তিনটি সহজ ক্যাচ ছেড়ে আফগানদের জয় আরও সহজ করে দেয় বাংলাদেশ। এমন হতাশার ফিল্ডিং দেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশের ফিল্ডারদের দেখে মনেই হয়নি যে, তারা খেলার মধ্যে আছে।
শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে আগে ব্যাটিং করতে ৯ উইকেটে ১১৫ রান তোলে বাংলাদেশ। জবাবে হযরতউল্লাহ জাজাই ও উসমান গণির ব্যাটে ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান।
সফরকারীদের দুই ব্যাটসম্যান চারটি ক্যাচ তোলেন, কিন্তু একটিও নিতে পারেনি বাংলাদেশ। নাসুম আহমেদ সহজ একটি ক্যাচ ছাড়ার পর আরেকটি ধরার চেষ্টাই করেননি। বাকি দুই ক্যাচ আফিফ হোসেন ধ্রুব ও নাঈম হাসানের হাত গলে বেরিয়ে যায়।
সহজ সহজ ক্যাচ হাতছাড়া করায় যারপরনাই হতাশ নাজমুল হাসান। তার কাছে এটা দুঃখজনক এবং কষ্টের। ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিসিবি সভাপতি বলেন, '১৩০-৪০ হলেও তো একটা ফাইট দেওয়া যেত। এরপরও হতে হতে পারে, একদিন তো হারতেই পারি। তারপরও তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা জেতা বড় কথা নয় এখানে। কিন্ত যেসব ক্যাচ ফেলেছে, তাতে করে মনেই হচ্ছিল না এরা খেলা মধ্যে আছে। এটা খুবই দুঃজনক এবং কষ্টকর।'
দলের সবার কাছ থেকেই পারফরম্যান্স চান জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, 'সবাইকে পারফর্ম করতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে। একটা-দুইটা খেলোয়াড়কে টার্গেট করে তো লাভ নেই। আমরা বাকি যাদের নিচ্ছি, তাদের তো পারফর্ম করতে হবে। আজ একটা খারাপ দিন গেছে। আজ যদি লিটন দাস গত ম্যাচের মতো কিছু রান করে যেত, কোনো অসুবিধা হতো না আমাদের। আজ যদি সাকিব রান করে যেতে পারতো, তাহলে কোনো সমস্যা হতো? হতো না।'
বিসিবির পরিকল্পনায় কোনো ঘাটতি আছে বলে মনে করেন না বিসিবি সভাপতি। তার ভাষায়, 'পরিকল্পনায় ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কী পরিকল্পনা করবেন? লিটন দাসকে ওপেনিং থেকে বাদ দিতে পারবেন? প্রথম তিন থেকে সাকিবকে বাদ দিতে পারবেন? পারবেন না। মুশফিক, রিয়াদ, আফিফ? বাদ দিতে পারবেন না।'
'এরপর মাহেদি অথবা যাকে নেন এক স্পিনার। চার বোলার নেবেন। তাহলে আপনার কাছে আছে দুটি জায়গা। ওই এক, দুই, তিনের মধ্যে একজন আর এদিকে সাত নম্বরে কাকে খেলাবেন। এই একটা জায়গায় আপনি চিন্তা করতে পারেন। কিন্তু তাতে করে আপনার সবার ফিল্ডিং, ব্যাটিং, বোলিং ভালো হয়ে যাবে, এটা আশা করা ঠিক না।' যোগ করেন নাজমুল হাসান।