ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাসুম, লিটনের লম্বা লাফ
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, প্রথম ম্যাচটা বল হাতে নিজের করে নেন নাসুম আহমেদ। স্পিন ঘূর্ণিতে তাক লাগিয়ে দেওয়া সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।
আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন নাসুম। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন তিনি। বাংলাদেশ বাঁহাতি এই স্পিনার প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিলেন। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালানাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ৩ মার্চ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানে জেতে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন নাসুম। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং।
ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই ওপেনার। প্রথম চি-টোয়েন্টিতে দলের বিপদের সময়ে ৪৪ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে শুরুটা দারুণ করেও পারেননি, ১০ বলে ১৩ রান করে বিদায় নিতে হয় তাকে।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তাবরাইজ শামসি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই রিস্ট স্পিনারের রেটিং পয়েন্ট ৭৮৪। অস্ট্রেলিয়ার পেসার ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ৭৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। এক ধাপ এগোনো অজি লেগ স্পিনার ৭১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন।