আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এশিয়া কাপ
এশিয়া কাপের আগামী আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কায় বসবে এশিয়ান কাপের ১৫তম আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই টুর্নামেন্ট।
শনিবার এজিএম শেষে আয়োজক দেশের নাম ও দিনক্ষণ ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এখনও সূচি চূড়ান্ত করা হয়নি।
আয়োজক শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে আরও একটি দেশ এবারের এশিয়া কাপে অংশ নেবে। সেই দলটিকে বাছাইপর্ব খেলে আসতে হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে বাছাই পর্ব। এতে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং ও সিঙ্গাপুর।
২০১৮ সালে সবশেষ এশিয়া কাপ হয় ওয়ানডে ফরম্যাটে। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২০ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে হয়নি। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাট এশিয়া কাপ হয়। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
২০২০ এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে আয়োজনের পরকিল্পনা করা হয়, কিন্তু করোনার হানায় তা সম্ভব হয়নি। অবশেষে ২০২২ সালে আসরটি আলোর মুখ দেখতে যাচ্ছে।