ইচ্ছার বিরুদ্ধেই ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে
গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি সেদিন শেষ করা যায়নি। কোয়ারেন্টিন ইস্যুতে অনেক আলোচনার পর ম্যাচটি মাঠে গড়ালেও কয়েক মিনিট পরই থেমে যায়। ব্রাজিলের স্বাস্থ্যবিষয়ক সংস্থা আনভিসার কর্মকর্তারা মাঠে নেমে পড়ায় বাজে অবস্থার তৈরি হয়। পরে ম্যাচটি আর হয়নি।
সেই ম্যাচ নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। ওই ম্যাচটি পুনরায় আয়োজনে এখনও জল ঘোলা হচ্ছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব অনেক আগেই নিশ্চিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। সব মিলিয়ে ২৯ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, বাকি আছে কেবল তিনদল।
আগামী জুনে তিন দল নিশ্চিত হবে। জুনেই অস্ট্রেলিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিল ও আর্জেন্টিনার। আলোচনায় আছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি নিয়েও। ম্যাচটি কবে, কোথায় হবে; এমন আলোচনার মাঝেই অবশ্য আর্জেন্টিনা তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ব্রাজিলের বিপক্ষে তারা এই ম্যাচটি খেলতে চায় না।
যদিও ইচ্ছার কথা জানিয়ে খুব একটা লাভ হচ্ছে লিওনেল মেসির দেশের। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ফিফা ইতোমধ্যে নির্দেশ দিয়েছে, ম্যাচটি তাদের খেলতেই হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে আর্জেন্টিনাকে। এর আগে জানানো হয়, ব্রাজিলে হবে ম্যাচটি। তবে ফিলার নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।
গত বছরের ৬ সেপ্টেম্বর মুখোমুখি হন মেসি-নেইমাররা। কোয়ারেন্টিন মানেননি, এমন অভিযোগ ওঠে আর্জেন্টিনার চারজন ফুটবলারের বিরুদ্ধে। অভিযোগ করে তাদের খেলার ব্যাপারে আপত্তির কথা জানান ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু এই চারজনকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে একাদশ সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
এ নিয়ে লঙ্কা কাণ্ড বেধে যায়। ম্যাচ শুরুর ৫ মিনিট পর খেলা বন্ধ হয়ে যায়। শেষমেষ ম্যাচটি স্থগিত করা হয়। ম্যাচের পঞ্চম মিনিটের সময় সাইড লাইনের পাশে আনভিসার এক কর্মকর্তাকে দেখে আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা এগিয়ে যান। তারা জানতে চান তার পরিচয়। এ সময় ধাক্কাধাক্কি হয় তাদের মধ্যে। এরপর এগিয়ে যায় সবাই, বন্ধ হয়ে যায় খেলা।
ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ নিতে মাঠে আসেন আনভিসার কর্মকর্তারা। এর মধ্যে একজন কর্মকর্তা আর্জেন্টিনার চার ফুটবলারকে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ব্যাপারটি ছিল অনেকটা আটক করার মতো। তখনই ওতামেন্দি ও আকুনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।