চোটে মাঠ ছাড়লেন মুশফিক, মিরাজ হাসপাতালে
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে চিন্তা বেড়েই যাচ্ছে বাংলাদেশ দলের। কাঁধের চোটের কারণে টেস্ট দলে নেওয়া হয়নি পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদকে। দলে রাখা হলেও শরিফুল ইসলামকে নিয়ে আছে শঙ্কা। এর মধ্যে টেস্ট দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য চোটে পড়েছেন।
রোববার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়লেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শেখ জামালের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের অবস্থা আরও খারাপ। চোটে মাঠ তো ছাড়তেই হয়েছে, ডানহাতি এই অলরাউন্ডারকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র তিন ওভারের ব্যবধানে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক ও মিরাজ। গোড়ালিতে চোট পেয়ে ইনিংসের ১৫তম ওভারে বাউন্ডারি লাইনের বাইরে বসে থাকতে দেখা যায় মুশফিককে। এ সময় শেখ জামালের ফিজিও মুশফিকের পায়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন।
এর তিন ওভার পরই চোট পান মিরাজ। ইনিংসের ১৮তম ওভারে শেখ জামালের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উড়িয়ে মারেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল। কিন্তু ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় হয় তামিমের।
বল চলে যায় মিড উইকেটের ফিল্ডার মিরাজের কাছে। সহজ ক্যাচই ছিল, কিন্তু ক্যাচটি নিতে গিয়ে ডানহাতের আঙুলে গুরুতর চোট পান মিরাজ। চোটের কারণে ৫০ বলে ৪২ রান করা তামিমের তোলা ক্যাচটি নিতেও পারেননি তিনি। চোট পাওয়া আঙুল ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে দেখা যায় মিরাজকে। কিছুক্ষণ পর এক্স-রে করতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিরাজ ও মুশফিকের চোট নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'অবশ্যই চিন্তার এটা। ওখানের ফিজিওদের সঙ্গে কথা হয়েছে। যে আঙুলে ব্যাথা পেয়েছে, আশাকরছি ওটা ৮-১০ দিনের মধ্যে ভালো হয়ে যাবে। মুশফিকের বিষয়টা ওরকম কিছু পাইনি। তবে ২৪ ঘণ্টা না গেলে ইনজুরি নিয়ে কিছু বলা যাবে না।'