এগিয়ে থেকেও খেলার মান বাড়াতে বলছেন গার্দিওলা
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে হলে দলের পারফরম্যান্সের মান আরও বাড়াতে হবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ম্যাচে সিটির খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার কারণেই মূলত এভাবে ভাবছেন স্প্যানিশ এই কোচ।
আগামী সপ্তাহে কিছুটা এগিয়ে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ খেলতে যাবে যাবে ম্যান সিটি। প্রথম লেগে ঘরের মাঠে সব সুযোগ কাজে লাগাতে পারলে আরও স্বস্তি নিয়ে স্পেন সফর করতে পারতো ইংলিশ জায়ান্টরা।
আপাতত পেছনে নয়, সামনে দৃষ্টি গার্দিওলার। ম্যান সিটি বস জানিয়েছেন, দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্য নিয়েই স্পেন সফর করবে তার শিষ্যরা। তবে রিয়ালের ঘরের মাঠে জয় ছিনিয়ে আনাও যে কঠিন, তা ভালোভাবে জানা আছেন গার্দিওয়ার।
ম্যান সিটির কোচ বলেন,' এটা ছিল (গতকালের ম্যাচ) খুবই মান সম্পন্ন দুই দলের মধ্যে খুবই ভাল একটি ম্যাচ। ফলাফল আরও ভালো হতে পারতো। তবে দুই ম্যাচেই আপনাকে ভালো পারফর্ম করতে হবে। প্রথম ম্যাচে আমাদের পারফর্ম যথেষ্ঠ ভালো হয়েছে। নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের জন্য এটি ছিল ভালো একটি পরীক্ষা। এখন দ্বিতীয় ম্যাচেও একই পারফরম্যান্স দেখাতে হবে।'
সুযোগ মিস করার বিষয়টিও মনে করিয়ে দিলেন গার্দিওলা, 'আমরা সুযোগ মিস করেছি, কিন্তু সে গুলোতো আমরাই সৃষ্টি করেছি। আমরা পুরো সময় জুড়ে খেলার মধ্যে ছিলাম। এই ফল, পারফরম্যান্স বা অন্য কিছু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। গোটা বিশ্বের সামনে তারা যেভাবে পারফর্ম করেছে, তাতে আমি গর্বিত। জয়ের জন্য আমরা সবকিছু করেছি।'