ক্রিকেটারকে হুমকি, সাংবাদিককে নিষিদ্ধ করলো বিসিসিআই
ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগে দেশটির ক্রীড়া সাংবাদিক বোরিয়া মুজমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংবাদ সংস্থা এএনআই তাদের খবরে এ তথ্য জানিয়েছে।
নিষিদ্ধ থাকাকালীন বোরিয়া মজুমদার ভারতের কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচে সাংবাদিকদের কাজের স্থান প্রেস বক্সে থাকতে পারবেন না। বিসিসিআই- এর সাথে চুক্তিতে থাকা কোনও ক্রিকেটারের সাক্ষাৎকার নিতে পারবেন না তিনি। এ ছাড়া বিসিসিআই- এর কোনো সুবিধা নিতে পারবেন না বোরিয়া ।
গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইটের মাধ্যমে সাংবাদিক মুজমদারের কাছ থেকে হুমকির পাওয়ার কথা জানান ঋদ্ধিমান সাহা। হোয়াটসঅ্যাপে বোরিয়ার সঙ্গে কথোপকথোনের স্ক্রিনশট পোস্টও করেছিলেন তিনি।
সাক্ষাতকার দিতে অস্বীকৃতি জানানোয় ঋদ্ধিমানকে সাংবাদিক হুমকি দেন। স্ক্রিনশট পোস্ট করে ভারতীয় এই ক্রিকেটার লেখেন, 'ভারতীয় দলে এতদিন খেলার পর এই প্রতিদান পেলাম। একজন সাংবাদিকের কাছ থেকে এই রকম ব্যবহার পাচ্ছি। এটা সাংবাদিকতা!
এই ঘটনার পর তিন সদস্যের কমিটি গঠন করে বিসিসিআই। তদন্তের পর ঋদ্ধিমানের অভিযোগের সত্যতা পায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেটার ভিত্তিতে সাংবাদিক বোরিয়া মজুমদারকে সব জায়গা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলো।