আর্জেন্টিনার ৫ গোলের জয়ে সব গোল মেসির
এ যেন সেই লিওনেল মেসি; যার গতি, ড্রিবলিং আর শরীরের দোলায় প্রতিপক্ষ খেলোয়াড়রা বোকার মতো দাঁড়িয়ে থাকতেন। যদিও কদিন আগে ইতালির বিপক্ষে ফিনালিসিমায় জাদুকরী পারফরম্যান্স করেও গোলশূন্য ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। সেই তৃষ্ণাই যেন এস্তোনিয়ার বিপক্ষে মিটিয়ে নিলেন মেসি। দল খেললো দাপুটে ছন্দে, আর মেসি একের পর এক গোল করে গেলেন। একটি দুটি নয়, পাঁচ পাঁচবার গোলের ঠিকানা করে নিলেন তিনি।
রোববার স্পেনের এল সাদার মাঠে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দেশের জার্সিতে ক্যারিয়ারের অষ্টম হ্যাটট্রিক পূর্ণ করেও দুর্বার গতিতে খেলতে থাকা মেসি পরে আরও দুটি গোল করেন। আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো এক ম্যাচে ৫ গোল করলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী, যা লাতিন দেশটির পক্ষেও প্রথম। আকাশী-সাদা জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ৮৬।
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা, যা শেষ পর্যন্ত ধরে রাখে তারা। পুরো ম্যাচে কেবল আলেবিসেলেস্তারাই খেলেছে, ইউরোপের দেশটি ছিল অনেকটা দর্শকের ভূমিকায়। জালে বারবার বল জড়ালেও কিছু করতে পারছিল না তারা। মেসি জাদুর কাছে অসহায় হয়ে পড়তে হয় ফিফা র্যাঙ্কিংয়ের ১১০ নম্বর দলটির। যদিও এদিন সেরা একাদশ নামায়নি আর্জেন্টিনা। খেলেননি লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া, অ্যামিলিয়ানো মার্তিনেজসহ আরও কয়েকজন তারকা ফুটবলার।
গোল দেওয়া থেকে শুরু করে বল দখল, গোলে শট নেওয়া, কর্নার আদায় করা; সব কিছুতে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন মেসি-দি পলরা। মুহুর্মুহু আক্রমণ সাজানো আর্জেন্টিনা গোলমুখে ২৪টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। আক্রমণ ফেরাতেই দিশেহারা এস্তোনিয়া গোলমুখে ৪টি শট নেয়, ২টি ছিল লক্ষ্যে।
অষ্টম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। জার্মান পেজ্জেয়াকে ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় তারা। বাঁ পায়ের বাঁকানো শটে গোল আদায় করে নেন মেসি। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪৫তম মিনিটে পাপু গোমেজের রক্ষণচেরা পাস বাড়ান। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুণি শটে বল জালে জড়ান মেসি।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে একইভাবে আক্রমণ সাজাতে থাকে তারা। ৪৭ মিনিটেই মিলে যায় তৃতীয় গোল। নাউয়েল মোলিনার দারুণ নিচু ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে পাশ কাটিয়ে জাল খুঁজে নেন মেসি, হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় আর্জেন্টিনা অধিনায়কের।
৭১তম মিনিটে এস্তোনিয়ার গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে চতুর্থ গোল করেন মেসি। ৭৬তম মিনিটে মেসির সামনে চারজন ডিফেন্ডার সামনে ছিল, ডি-বক্সের ভেতর থেকে গড়ানো শটে দল ও নিজের পঞ্চম গোল করেন আর্জেন্টাইন প্রাণ ভোমরা। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো তিনের বেশি গোল করলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে মেসির চেয়ে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির গোল বেশি।
দীর্ঘ ক্যারিয়ারে এক ম্যাচে পাঁচ গোল করার অভিজ্ঞতা আগেও হয়েছে মেসির, তবে সেটা ক্লাবের হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে ৭৬ মিনিটেই ৫ গোল হয়ে যাওয়ায় নিজের আগের রেকর্ডটি হয়তো ছাড়িয়ে যেতে চেয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।