দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে তামিম
প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকটি ছোঁয়ার সুযোগ ছিল তামিম ইকবালের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেও ৫ হাজার রান পূর্ণ করা হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। প্রথম হওয়ার সুযোগটি কাজে লাগান মুশফিকুর রহিম। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি পূর্ণ করেন ৫ হাজার টেস্ট রান।
অবশ্য তামিমকেও বেশি সময় অপেক্ষা করতে হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেই পৌঁছে গেলেন মাইলফলকে। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে বেশিরভাগ রেকর্ড দখলে রাখা বাঁহাতি এই ওপেনার।
৫ হাজারের মাইলফলকে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হলেও দুটি জায়গায় সবার আগে তামিম। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে ৫ হাজার টেস্ট রান পূর্ণ করলেন তিনি। বাংলাদেশের পক্ষে দ্রুততম ৫ হাজারের রেকর্ডটিও নিজের দখলে নিলেন তিনি। টেস্ট ইতিহাসের ১০০তম ক্রিকেটার টেস্টে ৫ হাজার রান পূর্ণ করলেন তামিম।
৮১ টেস্টে, ১৪৯ ইনিংসে ৫ হাজারের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। এর চেয়ে অনেক সময় লাগলো তামিমের। বাঁহাতি এই ওপেনার ৬৮ টেস্টে ১২৯তম ইনিংসে ৫ হাজার রান তুলে এগিয়ে থাকলেন মুশফিকের চেয়ে।
অ্যান্টিগা টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ৪ হাজার ৯৮১ রান নিয়ে উইকেটে যান তামিম। ৫ হাজারের মাইলফলক ছুঁতে ১৯ রান দরকার ছিল তার। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচের পা বরাবর করা ডেলিভারিটি মিড উইকেটে ফ্লিক করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান তামিম।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক, ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৫ হাজার ২৩৫ রানের মালিক। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়া তামিমের রান এখন ৫০০১। ৪ হাজার ১১৩ রান নিয়ে তিন নম্বরে আছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান
মুশফিকুর রহিম ৮২ ১৫১ ৫২৩৫
তামিম ইকবাল ৬৮ ১২৯ ৫০০১
সাকিব আল হাসান ৬১ ১১২ ৪১১৩
মুমিনুল হক ৫৪ ৯৯ ৩৫২৫
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬