আইন কর্মকর্তা নেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিত্তিতে একজন আইন কর্মকর্তা নিয়োগের জন্য পুনঃ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে কমপক্ষে স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সকল পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। আইন পেশায় লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
পদটিতে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদন করতে হবে।