ইউরোপিয়ান ইউনিয়নে চাকরির সুযোগ
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার নিয়োগ দেবে। পাশাপাশি বাংলাদেশি তরুণদের ট্রেইনিশিপের সুযোগ দিচ্ছে ইইউ।
প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার পদে আবেদনের জন্য জার্নালিজম বা কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ট্রেইনিশিপের মেয়াদ ৬ মাস। পলিটিক্যাল সায়েন্স, স্যোশিওলজি, এনথ্রোপলজি, ইকোনোমিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদন করতে হবে। প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার পদে ২৭ ডিসেম্বর এবং ট্রেইনিশিপের জন্য ২ জানুয়ারী ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।