চট্টগ্রাম বন্দরের নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি
পাইলট ও সহকারী হারবার মাস্টার পদের নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১ সেপ্টেম্বরের পরিবর্তে উভয় পদের লিখিত পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পাইলট পদের এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সহকারী হারবার মাস্টার পদের লিখিত পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা এবং একই দিন দুপুর ২টা থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে (বন্দর ভবন, কক্ষ নং-৩০১, তৃতীয় তলা, বন্দর, চট্টগ্রাম) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অনুকূলে আর কোন ইন্টারভিউ কার্ড/প্রবেশপত্র ইস্যু করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।