রিসার্চ অ্যাসোসিয়েট নেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) দুইজন রিসার্চ অ্যাসোসিয়েট নেবে।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনোমিক্স, স্যোশিওলজি, স্ট্যাটিসটিকস, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বা কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। গবেষণায় আগ্রহী এবং বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর।
আগ্রহীদের সিভি, মোটিভেশন লেটার, দুই কপি ছবি, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। অথবা হার্ডকপি পাঠাতে হবে 'ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা, ঢাকা-১২২৯' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২০।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।