৩০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এনএসইউ-এর ৬ ট্রাস্টির ভ্রমণে নিষেধাজ্ঞা
৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ছয় ট্রাস্টির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
অভিযুক্তরা হলেন বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালী এবং ট্রাস্টি বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজির আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম।
এর আগে রোববার হাইকোর্ট এনএসইউ এর চার ট্রাস্টি - কাশেম, বেনজির, রেহানা এবং শাহজাহানের জামিনের আবেদন নাকচ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কেনার সময় ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
ট্রাস্টি বোর্ডের চার সদস্য ছাড়াও বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে না জানিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের সম্মতিতে ক্যাম্পাস উন্নয়নের আড়ালে টাকা আত্মসাৎ করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, কম দামে জমি কেনা সত্ত্বেও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে (এফডিআর) বিক্রেতার কাছ থেকে নগদ টাকা নেওয়ার জন্য উচ্চ ক্রয়মূল্য রেকর্ড করে। পরে এই এফডিআর সম্পূর্ণ প্রত্যাহার করে তারা।
প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট ২০১০ এর অধীনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গভর্নিং বডি হলো ট্রাস্টি বোর্ড।