সরাসরি সাক্ষাতকারে চাকরি দিচ্ছে কে ক্র্যাফট
ফ্যাশনহাউস কে ক্র্যাফট বিভিন্ন শােরুমের জন্য সেলস টিম মেম্বার খুঁজছে।
পদের নাম: শপ ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট শপ ম্যানেজার
যোগ্যতা: স্মার্ট, প্রেজেন্টেবল, ফ্যাশন/রিটেইল শপে পদে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: সেলস এক্সিকিউটিভ
যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস এবং স্মার্ট, প্রেজেন্টেবল,পরিশ্রমী, স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
আগ্রহীদের ২৭ বা ২৮ ডিসেম্বর, সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য 'বাসা-৮/১৩, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা' ঠিকানায় উপস্থিত থাকতে হবে। অথবা সিভি ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়।