১৬ জনকে নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ তম গ্রেডের দশ ধরনের পদে ১৬ জন কর্মচারী নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
১) ল্যাব এ্যাটেনডেন্ট : ২টি
২) ফিল্ড এ্যাটেনডেন্ট : ২টি
৩) মেশন : ১টি
৪) কারপেন্টার : ১টি
৫) সিক বয় (মেডিকেল সেন্টার) : ১টি
৬) অফিস সহায়ক : ৪টি
৭) মালী : ১টি
৮) সহকারী বাবুর্চি : ২টি
৯) টেবিল বয় : ১টি
১০) আয়া : ১টি
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২০।