এডিসের লার্ভা থাকায় ১৫ স্থাপনাকে ডিএসসিসি ও ডিএনসিসির জরিমানা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/08/23/lerva.jpeg)
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২২ আগস্ট) ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়ায় ১৫ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে।
সেই সাথে ডিএনসিসি ১৮টি বাড়ির সামনে লার্ভা থাকার সতর্ক বার্তা লাগিয়ে দিয়েছে।
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত তাদের আওতাধীন বিভিন্ন এলাকার ছয়টি ভবনকে ৪৪ হাজার টাকা জরিমানা করে।
ডিএসসিসি রাজধানীর মগবাজার, ওয়ারলেস, হাজারীবাগ, ফকিরাপুল ও হাটখোলা এলাকায় ১১৮টি ভবনে অভিযান চালায়।
লার্ভা পাওয়ায় ফকিরাপুলে ১০ হাজার ও হাজারীবাগে ২৫ হাজার, লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ থাকায় কেএম দাস লেনের দুটি বাড়িকে পাঁচ হাজার করে এবং অভয় দাস লেনের দুটি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় চার হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
লার্ভা থাকায় গুলশানে দুটি ভবনকে এক লাখ করে এবং একটি ভবনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বারিধারায় একটি ভবনে জরিমানা হয় এক লাখ ৭৫ হাজার টাকা।
ডিএনসিসি কর্মকর্তারা চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ২৬১টি ভবন পরিদর্শ করেন এবং তার মধ্যে ১৮টিতে লার্ভা পায়।