চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ জনে।
এছাড়া, এই সময়ে ৬২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া সাতজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর বলেন, 'রোগীরা অনেক দেরিতে হাসপাতালে আসায় বেশি মৃত্যু ঘটছে। ঢাকা শহরে ২০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুহার সর্বোচ্চ। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধরা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।'
গত ১ জানুয়ারি থেকে মোট ৯৩ হাজার ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন
গত বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুতে প্রাণ হারান, এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।