এরশাদ: রংপুর-৩ (সদর) আসনের একচ্ছত্র অধিপতি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন রংপুর-৩ (সদর) আসনের একচ্ছত্র অধিপতি। ১৯৯১ থেকে ২০১৮, সবকটি জাতীয় নির্বাচনে এই আসনে একটানা বিজয়ী হয়েছেন তিনি।
কারাগারে থেকে রংপুরের ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়ী হবার অনবদ্য রেকর্ডও গড়েছেন সাবেক এই সেনাপ্রধান।
সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় স্বশরীরে অংশ না নিয়েও রংপুর-৩ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৪ জুলাই) সকাল পৌনে আটটায় এরশাদ মারা যান।
রংপুর নগরীর সেপাড়ায় এরশাদের আদিনিবাস। দীর্ঘদিন তিনি ওই বাড়িতে ছিলেন। পরে দর্শনা এলাকায় বাড়ি ‘পল্লী নিবাস’ নির্মাণ করেন।
শেষ কয়েকটি বছর ঢাকা থেকে এসে পল্লী নিবাসেই রাত্রিযাপন করতেন এরশাদ।